• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ভুট্টো হত্যা মামলার প্রধান আসামীর জামিন নামঞ্জুর

প্রকাশ:  ০৮ জুন ২০২০, ১০:৪৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও ব্যবসায়ী আজিজুর রহমান ভুট্টো হত্যা মামলার প্রধান আসামী হামিদুর রহমান ওরফে সোহাগ খানের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল ৭ জুন রোববার চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসেনের আদালতে আসামীর আইনজীবীগণ জামিন চাইলে আদালত নামঞ্জুর করে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার এ মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামানকে ফোনে ডেকে এনে আসামীকে শহরের চেয়ারম্যানঘাট এলাকায় তুলে দিয়েছেন বলে তিনি জানিয়েছিলেন।

বুধবার (৩ জুন) সকালে চাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ কামাল হোসেন মামলার প্রধান আসামী হামিদুর রহমান সোহাগ খানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। এর পরের দিনই আসামী সোহাগ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আসামী সোহাগ আদালতের কাছে উক্ত হত্যাকা-ে নিজে এবং আটক অপর আসামী মনসুরসহ ৪ জনের সম্পৃক্ততার কথা বলেছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানান।

এ মামলায় এজাহার নামীয় আসামীদের মধ্যে মোঃ মুনসুর খান, মোস্তফা খান কালু ও মোঃ সুমন খানকে গত ২০ মে ভোরে চাঁদপুর মডেল থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করে। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। মামলা নং-১৬/২০ এবং ভার্চুয়াল মামলা নং-২৬৮/২০। এরপর মঙ্গলবার (২ জুন) তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

জানা গেছে, গত ১৮ মে দিবাগত রাতে কুমারডুগী নিজ বাড়িতে যাওয়ার পথে আজিজুর রহমান ভুট্টোকে পথিমধ্যে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরদিন ১৯ মে ভুট্টোর স্ত্রী চাঁদপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

আসামী হামিদুর রহমান সোহাগসহ অপরাপর অন্য আসামী নিহত ভুট্টোর সাথে একই এলাকার জায়গা-জমিসংক্রান্ত বিরোধ নিয়েই এ ঘটনা করেছে বলে এলাকাবাসী মনে করছেন। আটককৃত আসামীসহ এ ঘটনার সাথে জড়িত একই এলাকার অনেক আসামী এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ক'জন এলাকাবাসী জানান, এ আসামীদেরকে দিয়ে হয়তো অন্য একটি গ্রুপও কাজ করাতে পারে। আসামীদের সাথে হয়তো প্রভাবশালী অনেকেই জড়িত রয়েছে।

আদালতে আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডঃ ইকবাল-বিন-বাশার। বাদী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সেলিম আকবর ও অ্যাডভোকেট ইয়াছিন আরাফাত ইকরাম।

সর্বাধিক পঠিত