• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুরাণবাজারে মোবাইল কোর্ট

প্রকাশ:  ২৬ মার্চ ২০২০, ২০:১০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
২৬ মার্চ বৃহস্পতিবার চাঁদপুর সদর পুরানবাজারে সরকারি নির্দেশনা অমান্য করে চায়ের দোকান খোলার অপরাধে ১৮৬০ সনের দন্ডবিধি ১৮৮ ধারায় লোহারপুল সিরাজ মিয়ার ছেলে জাহাঙ্গীর(৪৪) কে ১ শত টাকা, জাফরাবাদ জয়নাল মিয়ার ছেলে তাজুল ইসলাম(৬০) কে ৩ শত টাকা অর্থদন্ড প্রদান কর হয় একইভাবে পৌরসভার সম্মুখে সরকারি নিষধাজ্ঞা অমান্য করে হার্ডওয়্যার্ড এর দোকান খুলে জনসমাগম করে পণ্য বিক্রয়কালে আসাম স্টোরের আব্দুল্লাহ আল মাহমুদের ছেলে মানিক মাহমুদ(৫১) কে ১ হাজার টাকা এবং নতুন বাজারে নিষেধাজ্ঞা অমান্য করে কাপড়ের দোকান খোলা রাখার অপরাধে শ্রীরামদীর নূর মোহাম্মদের ছেলে মোঃ আলমগীর(৩৮) কে ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়। প্রত্যেককে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকব। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা প্রদান করেন পেশকার মোঃ জহিরুল ইসলামসহ পুলিশ সদস্যবৃন্দ ।

সর্বাধিক পঠিত