• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়া উপজেলায় ২টি ইটভাটায় মোবাইল কোর্টের ২ লাখ টাকা জরিমানা আদায়

প্রকাশ:  ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গতকাল ৩ ফেব্রুয়ারি সোমবার পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমার নেতৃত্বে উপজেলার ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ লঙ্ঘনের দায়ে কচুয়ার বাছাইয়া পালাখাল এলাকার মেসার্স এমএবি ব্রিকস্কে ১ লাখ ৫০ হাজার টাকা এবং কচুয়ার কৈটোবা খাজুরিয়া বাজারের মেসার্স এমএস ব্রিকস্কে ৫০ হাজার টাকাসহ মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদ ও নমুনা সংগ্রহকারী মোঃ মোবারক হোসেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক এএইচএম রাসেদ জানান, চাঁদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। অভিযানে কচুয়া থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

সর্বাধিক পঠিত