জামিনে এসেই ফরিদগঞ্জ থানার ওসির কাছে মাদকাসক্ত যুবকের আত্মসমর্পণ
ফরিদগঞ্জ উপজেলার হর্ণি দুর্গাপুর গ্রামের যুবক বিল্লাল হোসেন (৩৪)। পেশায় ব্যবসায়ী। একপর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ে সে। অবশেষে বিল্লাল বুঝতে পারে মাদকসেবনের কারণে সে ভুল পথে যাচ্ছে। সে ভুল পথ থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপন করতে চায়। যার ফলে মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা শেষে আদালত থেকে জামিন নিয়ে সরাসরি চলে আসে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিবের কাছে। ওসি আব্দুর রকিব তাৎক্ষণিক বিল্লালের হাতে ফুল দিয়ে তাকে বরণ করে নিয়ে তার নতুনভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসায় তাকে ধন্যবাদ জানান। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, ফরিদগঞ্জের ১৪নং দক্ষিণ ইউনিয়নের হর্ণি দুর্গাপুর গ্রামের সফিউল্লা বেপারীর ছেলে বিল্লাল হোসেন ব্যবসা করতেন। এক পর্যায়ে বিল্লাল মাদকাসক্ত হয়ে পড়ে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মাদকের দুটি মামলা ছিলো। আত্মীয়স্বজনরা বিল্লাল হোসেনকে কুমিল্লায় মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা শেষে গতকাল বুধবার চাঁদপুরে আদালতের মাধ্যমে জামিনে মুক্ত করে এদিনই সরাসরি থানায় চলে আসে। তারই এলাকার ইউপি মেম্বার টেলুকে নিয়ে ওসি আব্দুর রকিবের কাছে বিল্লাল হাজির হয় থানায়। এ সময় বিল্লাল মাদকের বিরুদ্ধে তার ক্ষতির অভিব্যক্তির কথা জানিয়ে বলে, এ মাদক আমার জীবনের অনেক ক্ষতি করেছে। তাই মাদক ছেড়ে আজ থেকে আমি স্বাভাবিক জীবনযাপন করতে চাই। মাদকের বিরুদ্ধে বিল্লালের এমন আত্মোপলব্ধির কথা শুনে ওসি আব্দুর রকিব তাৎক্ষণিক ফুল দিয়ে বিল্লালকে অভিনন্দন জানান। এ সময় উপস্থিত সাংবাদিক ছাড়াও উপজেলার শোল্লা এলাকার প্রবাসী তরুণ সমাজসেবক মোঃ হাছান বিল্লালসহ সবাইকে মিষ্টি মুখ করান।
একটি সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ওসি আব্দুর রকিবের সাঁড়াশি অভিযানে মূলত এখন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা কোণঠাসা হয়ে আছে। যার ফলে ইতিপূর্বে আত্মসমর্পণকারী অন্যান্য মাদকসেবীর মতো বিল্লাল হোসেনও গতকাল থানার ওসির কাছে হাজির হয়ে মাদকের বিরুদ্ধে নিজের নানা ক্ষতিসহ আত্মোপলব্ধির বর্ণনা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।
ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব এ প্রতিনিধিকে বলেন, মাদকের বিরুদ্ধে সবাই সচেতন থাকলে চিরতরে মাদক নির্মূল করা কোনো কঠিন বিষয় নয়। মরণব্যাধি মাদকে তার ক্ষতির বর্ণনা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বিল্লাল। এটা সচেতনতার কারণে আমাদের সবারই অর্জন বলে আমি মনে করি।