• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৭০০ কেজি জাটকা জব্দ

প্রকাশ:  ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৫০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 হাতিয়া থেকে ছেড়ে আসা ঢাকা গামী এমভি তাসরিফ-২ লঞ্চ থেকে আনুমানিক ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে চাঁদপুর কোস্টগার্ড।
১৩ ডিসেম্বর আনুমানিক রাত ১১টা থেকে ২টা পর্যন্ত চাঁদপুরে কর্মরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান, কন্টিনজেন্ট কমান্ডার সৈয়দ দীন ইসলাম এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা এমভি তাসরিফ ২ লঞ্চে অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৭০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকা ইলিশ কোস্টগার্ড স্টেশনে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি বেশ কিছু এতিমখানায় এই মাছ বিতরণ করা হয়।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এএসএম লুৎফর রহমান বলেন, নদীতে সকল ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা ধরনের কর্মকা- প্রতিরোধে চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান সবসময় অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত