• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে পেঁয়াজের বাজার পর্যবেক্ষণে তিন দপ্তরের যৌথ অভিযান

প্রকাশ:  ১৯ নভেম্বর ২০১৯, ১৩:৩৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে পাইকারী ও খুচরা বাজার পর্যবেক্ষণে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ ও জেলা মার্কেটিং অফিস যৌথ অভিযান চালিয়েছে। ১৮ নভেম্বর শনিবার সকালে জেলার প্রধান পাইকারী বাজার  পুরাণবাজারের মসজিদ পট্টি, আড়ৎপট্টিতসহ শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহামদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জামাল হোসেন, এনএসআই  চাঁদপুর উপ-পরিচালক মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মিজানুর রহমান, জেলা মার্কেটিং অফিসার এএনএম রেজাউল করিম, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম উদ্দিন।
জেলা মার্কেটিং অফিসার এএনএম রেজাউল করিম জানান, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে চাঁদপুর জেলা প্রশাসন, পুলিশ ও জেলা মার্কেটিং অফিস যৌথ অভিযান চালায়। এ সময় পুরাণবাজার আড়ৎপট্টিতে সকল আড়তদারকে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি না করতে হুঁশিয়ার করে দেয়া হয়।  অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রিতে ব্যবসায়ীদের কোনো কারসাজি সহ্য করবে না প্রশাসন।
তিনি আরও জানান, বর্তমানে নতুন পেঁয়াজ ও আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমতে শুরু করেছে।
গতকাল পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ দেড়শ’ টাকা থেকে দুইশ টাকায় বিক্রি হচ্ছে।

 

সর্বাধিক পঠিত