• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

বাল্যবিয়ের দায়ে কনের বাবার ৭ দিনের কারাদন্ড

প্রকাশ:  ২৬ অক্টোবর ২০১৯, ১০:৪৭ | আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ১১:৪১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

হাজীগঞ্জে বাল্যবিয়ে দেয়ার দায়ে কনের (স্কুলছাত্রীর) বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাবা উপজেলর হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামের দীন মোহাম্মদের ছেলে গোলাম রহমান (৪২)। গতকাল শুক্রবার দুপুরে আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়–য়া। ছাত্রীটি স্থানীয় হাটিলা টঙ্গিরপাড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
আদালত সূত্র জানায়, উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের লাউকরা গ্রামের ৯ম শ্রেণির স্কুলছাত্রীর বিয়ের আয়োজন করে তার বাবা। গতকাল শুক্রবার জুমার নামাজের পরেই বরপক্ষ আসার সকল প্রস্ততি সম্পন্ন হয়। ইতিমধ্যে নিজেদের আত্মীয়স্বজন চলে এসেছে। রান্না হয়েছে শতাধিক মেহমানের জন্যে। বাড়ির সামনে বিয়ের গেইট দেয়া হয়েছে। নামাজের কিছু আগেই গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই বাড়িতে গিয়ে হাজির হন। এ সময় ওই ছাত্রীর বাবার মাধ্যমে জন্মনিবন্ধন পরীক্ষা শেষে দেখা যায় মেয়েটির বয়স মাত্র ১৪ বছর। এর পরেই ওই ছাত্রীর বাবাকে বিচারের আওতায় আনা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি জানান, কনের বাবা থানা হেফাজতে রয়েছেন, জেলহাজতে পাঠানোর জন্যে প্রক্রিয়া চলমান।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়–য়া জানান, দুপুরের দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায় বিয়ের গেইট, মেহমানদের সকল রান্না শেষ পর্যায়ে আর প্যান্ডেল তৈরি করার কাজ শেষ হয়েছে। শুধুমাত্র বিয়ের আনুষ্ঠানিকতা বাকি ছিলো। এরপরেই আমরা আদালত পরিচালনা করে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে কনের বাবাকে।

 

সর্বাধিক পঠিত