• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ইলিশ ও জালসহ ৫ জেলে আটক করেছে কোস্টগার্ড

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৯, ১৩:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চাঁদপুরে মেঘনা নদীর পুরাণবাজার রামদাসদী এলাকায় অভিযান চালিয়ে ৪০ কেজি মা ইলিশ ৩ হাজার মিটার কারেন্ট জালসহ ৫ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গত ১৫ অক্টোবর মঙ্গলবার মধ্য রাত থেকে ১৬ অক্টোবর বুধবার দুপুর ২টা পর্যন্ত অভিযান চালায় কোস্টগার্ড। অভিযানের নেতৃত্ব দেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার মাস্টার চীফ পেটি অফিসার মোঃ ইছহাক আলী। আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম কারাদ- প্রদান করেন। এর মধ্যে ৫ জেলেকে ১ বছর করে কারাদ- দেয়া হয়েছে। জব্দ করা মাছ দুঃস্থদের মাঝে বন্টন ও জাল পুড়িয়ে ফেলা হয়। মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
আটককৃতরা হলো সুলতান ভূঁইয়া, ঈমান খান, আঃ কাদের, ফয়সাল গাজী, তাজুল ইসলাম।

 

সর্বাধিক পঠিত