• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নৌ পুলিশের অভিযানে ৬ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১৫০ কেজি ইলিশ জব্দ

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৯, ১৪:০৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৬ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অফিসার ইনচার্জ জানান, মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল করার জন্য শনিবার দিবাগত রাতে নৌ পুলিশের ডিআইজি মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)-এর নেতৃত্বে গভীর রাত পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলেরা এ অভিযানের ব্যাপারে টের পেয়ে মাছ শিকারের জন্যে নদীতে ফেলা জাল রেখে পালিয়ে যায়। অভিযানকারী দল নদী থেকে ৬ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল যার আনুমানিক মূল্য ৩৭ লাখ ৫০ হাজার টাকা  এবং ১৫০ কেজি ইলিশ মাছ (যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা) জব্দ করে।
নৌ পুলিশের অপর একটি অভিযানে ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।
এ দুটি অভিযানে মোট ৬ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়, যার মূল্য প্রায় ৩৯ লাখ টাকা।
এ অভিযানে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার জমশের আলী, জেলা টাস্কফোর্সের সদস্য ও মৎস্য বিভাগের কর্মকর্তাগণ ছিলেন।

সর্বাধিক পঠিত