• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

মতলবে ভেজালবিরোধী অভিযানে ১৭ হাজার টাকা জরিমানা

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ১২:১৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারে গতকাল ২৩ সেপ্টেম্বর দুপুরে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এতে বাজারের সততা ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা ও দগরপুর বাজারের বন্ধন বেকারীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত শারমিন।
উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম জানান, বেকারিগুলোর উৎপাদনকৃত খাবারে রং মেশানো, বাসি তৈল এবং অপরিচ্ছন্নতার কারণে ভোক্তা অধিকার ২০০৯ আইনে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়। অভিযানকালে মতলব দক্ষিণ থানার এসআই ফরিদ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।