• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কচুয়ায় আদালতের মাধ্যমে ভিটেমাটি ফিরে পেলো অসহায় পারুল বেগম

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:০০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আদালতের রায়ে ভিটেমাটি ফিরে পেয়েছেন কচুয়ার পারুল বেগম নামে এক অসহায় নারী। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির পর আদালতের মাধ্যমেই মালিকানা স্বত্ব ফিরে পেলেন পারুল বেগম। কচুয়া সিনিয়র সহকারী আদালতে বিচারাধীন দেওয়ানী মোকদ্দমা নং- ৪০/১৭ এর মামলার বাদী মোঃ খলিলুর রহমান, বিবাদী মোঃ মোস্তফা কামাল, পারুল বেগম, সাং- পনসাহী দক্ষিণ পাড়া, উপজেলা- কচুয়া, জেলা- চাঁদপুর।
দীর্ঘ শুনানী ও সাক্ষ্য জেরার পর কচুয়া সহকারী জজ মিথিলা রাণী দাস-এর আদালতে গত ১৯/৯/২০১৯ খ্রিঃ বৃহস্পতিবার দো তরফা সূত্রে মামলাটি খারিজ করে বিবাদী পারুল বেগমের পক্ষে রায় ডিক্রী প্রদান করেন। উল্লেখ্য, বিবাদী পারুল বেগমের বসত বাড়ির জায়গা নিয়ে ২০১৭ সাল হতে বাদী খলিলুর রহমান একাধিক মিথ্যা মামলা দিয়ে পারুল বেগমকে হয়রানি করে আসছিলো। অবশেষে গত ১৯ সেপ্টেম্বর এর থেকে নিষ্কৃতি পেলেন তিনি।
মামলার বিবাদী পারুল বেগমের পক্ষে নিয়োজিত আইনজীবী অ্যাডঃ হেলাল উদ্দিন রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, নিরীহ পারুল বেগম আদালতের রায়ে ভিটে বাড়ি ও দালান ফিরে পেয়েছেন। রায়ে তার মালিকানার পূর্ণ স্বত্বাধিকার পেয়েছেন। আজ হতে এ সম্পত্তির মালিকানার বিষয়ে অন্য কেউ দাবি করার সুযোগ থাকলো না।