• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

পুুরাণবাজারে কোস্টগার্ডের অভিযানে ১৩ বস্তা কারেন্ট জাল জব্দ, গুদাম সিলগালা

প্রকাশ:  ০৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৭
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের পুরাণবাজারে বিশেষ অভিযান চালিয়ে ১৩ বস্তা নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের একটি অপারেশন টিম। গতকাল সোমবার ২ সেপ্টেম্বর কয়লাঘাট সংলগ্ন সড়কের একটি গুদাম ও ট্রাঙ্ক পট্টির একটি মার্কেটের দোকানে এ কারেন্ট জালগুলো পাওয়া যায়। অভিযান চলাকালীন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পুরাণবাজার কয়লাঘাট যাবার রাস্তার পাশের গুদামটি সিলগালা করে দেন।
কোস্ট গার্ড, চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল বিন রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ কারেন্ট জালের খোঁজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল পরিত্যক্ত অবস্থায়  জব্দ করে কোস্ট গার্ড স্টেশনে নিয়ে আসি। পরে ম্যাজিস্ট্রেট ও মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে ফেলা হবে। দেশের ইলিশ সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

 

সর্বাধিক পঠিত