• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

দুই স্বর্ণ ব্যবসায়ীকে অর্থদন্ড

প্রকাশ:  ১৩ জুলাই ২০১৯, ১১:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

পরিমাপের মানদ- সঠিক না থাকায় চাঁদপুর শহরের রঞ্জিত কুরী (৩৯) ও রানা কান্ত দেবনাথ নামে দুই স্বর্ণ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই অর্থদ- প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহরের চিত্রলেখার মোড়ের করুণা শিল্পালয় ও আরেকটি শিল্পালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উল্লেখিত দুই প্রতিষ্ঠানের মালিক ওজন ও পরিমাপ মানদ- আইন ২০১৮ এর ৩১ (১) ধারার বিধান লংঘন করায় তাদেরকে ওই আইনের ৪৮ ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে ১০হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই-এর প্রতিনিধি মোঃ মুকবুল মৃধা ও চাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ।

সর্বাধিক পঠিত