• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

জেলা ও দায়রা জজের বাসায় চুরির ঘটনায় আটক ২

প্রকাশ:  ০৯ জুলাই ২০১৯, ০৯:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁনের বাসভবনে চুরির ঘটনায় পুলিশ একদিনের মাথায় জীবন শেখ (২৫) নামে এক চোরকে আটক করেছে। একই মামলায় সুজন বেপারী (২৪) নামে আরেক চোরকে আটক করা হয়। গতকাল সোমবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়স্টেশন রেলওয়ের পরিত্যক্ত বাংলো থেকে তাদের আটক করা হয়। এছাড়াও পুলিশ জজের বাসা থেকে চুরি হওয়া একটি নকিয়া মোবাইল সেট, একটি টর্চ লাইট এবং পাশের বাসা থেকে চুরি হওয়া একটি স্যামসাং মোবাইল সেট উদ্ধার করে। এর আগে ৭ জুলাই ভোরে ওই চুরির ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যে চোরকে শনাক্ত করা হয়।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক আব্দুর রব জানান, রোববার (৭ জুলাই) ভোরে জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁনের বাসায় চুরির ঘটনা ঘটে। চোর জেলা জজের বাসার জানালা দিয়ে মশারি কেটে একটি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনা জানার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা চোর শনাক্ত করতে সক্ষম হই এবং জেলা ও দায়রা জজ স্যারের স্ত্রীর নকিয়া মোবাইল সেট, একটি টর্চ লাইট ও চুরির সময় জীবন শেখের গায়ে যে টি-শার্টটি পরা ছিল সেটিও উদ্ধার করা হয়। পরে চোর জীবন শেখকে আটক করতে সক্ষম হয়েছি।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, আটক চোর জীবন শেখ শহরের বকুলতলা এলাকার জেডিসি কলোনীর বিল্লাল শেখের ছেলে। সে চিহ্নিত চোর। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। একই মামলায় চাঁদপুর শহরের নিশি বিল্ডিং এলাকার দুলাল বেপারীর ছেলে সুজন বেপারীকে আটক করা হয়।

সর্বাধিক পঠিত