• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

শাহরাস্তিতে ইভটিজারের ৬ মাসের কারাদন্ড

প্রকাশ:  ০৮ জুলাই ২০১৯, ০৯:০৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

শাহরাস্তিতে ইভটিজিংয়ের দায়ে রাজিব হোসেন জাবেদ (৩০) নামে এক ইভটিজারের ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া কাজী বাড়ি এলাকায় এ কারাদ- দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, থানা ও এলাকাসূত্রে জানা যায়, স্থানীয় সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী ও অষ্টম শ্রেণির ২ ছাত্রী সূচীপাড়া কাজী বাড়ির পাশ দিয়ে বিদ্যালয়ে যাওয়ার সময় সূচীপাড়া তপাদার বাড়ির দেলোয়ার হোসেনের পুত্র রাজিব হোসেন জাবেদ নবম শ্রেণির ছাত্রীটির সাথে অশালীন আচরণ করে। এক পর্যায়ে ঐ ছাত্রীর স্কুল ব্যাগ ও গায়ের ওড়না জোরপূর্বক ওই বখাটে যুবক কেড়ে নিলে মেয়েটি ডাক চিৎকার শুরু করে। সে সময় এলাকার লোকজন  মেয়েটিকে উদ্ধার করে ইভটিজারকে আটক করে থানায় খবর দেয়। ঘটনা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার ও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছেন। ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার ইভটিজারের স্বীকারোক্তি ও ছাত্রীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইভটিজারকে ৩৫৪ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।

 

সর্বাধিক পঠিত