• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ॥ আটক ২

প্রকাশ:  ০৭ জুলাই ২০১৯, ০৯:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের ও দু’জনকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হচ্ছে, ফখরুল ইসলাম রাছেল ও সাকিবুল ইসলাম নিশান। চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচি ও অশ্লীল ভাষায় পোস্ট দেয়ায় গতকাল শনিবার চাঁদপুর মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। পুলিশ আটককৃতদের আদালতে প্রেরণ করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে চাঁদপুর জেলা কারাগারে প্রেরণ করে। মামলা সম্পর্কে পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম-এর সাথে আলাপকালে তিনি মামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
চাঁদপুর মডেল থানায় সাংবাদিক জাকির হোসেন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। যার নং- ১০। মামলায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মৃত শাহ আলম মজুমদারের ছেলে মহামায়া গরিব দুঃখী সঞ্চয় ঋণদান সমিতির সভাপতি সাইফুল ইসলাম মজুমদার রাজিবকে ১নং, মালিক সদস্য ফখরুল ইসলাম রাছেলকে ২নং ও সাকিবুল ইসলাম নিশানকে ৩নং আসামী করা হয়।
ঘটনা ও মামলা সূত্রে জানা যায়, আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইফুল ইসলাম মজুমদার (রাজিব)-এর ব্যবহৃত ঝধরভঁষ রংষধস নামে ফেসবুক আইডি ও তার ভাই ফখরুল ইসলাম (রাছেল)-এর ব্যবহৃত ‘সত্যের অনুসন্ধানে প্রতিদিন’ লাইক ফেইজ এবং সাকিবুল ইসলাম নিশান (ঘরংযধহ ঝযধশরন) আইডি থেকে অশ্লীল ভাষায় ছবিসহ মিথ্যা ও কু-রুচিপূর্ণ বেশ ক’টি পোস্ট দেয়।
মামলার বাদী জাকির হোসেন জানান, বিবাদীগণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু কুরুচিপূর্ণ পোস্ট করায় সামাজিকভাবে আমার মান সম্মান ক্ষুণœ হয়। তারা প্রতিনিয়ত এই সকল পোস্টগুলো আমার ফেসবুক বন্ধুদের আইডিতে টেগ করে যাচ্ছিলো। এতে করে আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হই। বিষয়টি আমার নজরে আসলে আমি পুলিশ সুপার জিহাদুল কবিরকে অবগত করলে তিনি চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ নাছিম উদ্দিনকে বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে বিবাদীদের কাছ থেকে মোবাইল জব্দ করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় মামলাটি রুজু করা হয় এবং এ দুজনকে আটক করা হয়। পরবর্তীতে আরো তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বাধিক পঠিত