• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ:  ২৪ মে ২০১৯, ১২:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 গত বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারে জনসচেতনতার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বৈশাখী বড়–য়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ৩ ব্যবসায়ীসহ এক বাস চালককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
রমজানে খাদ্যদ্রব্যের মান নিয়ন্ত্রণ এবং বাজারের যানজট নিরসন ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পথচারীদের চলাচলের সুবিধার্থে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ভোক্তা অধিকার আইনে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ হাসানকে ৫শ’ টাকা, আনোয়ার হোসেনকে ৫শ’ টাকা ও সোহেলকে ১ হাজার টাকা এবং মোটরযান অধ্যাদেশ আইনে বোগদাদ বাসের চালক হুমায়ুন কবির নামের এক জনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিগণ।

সর্বাধিক পঠিত