মতলব সেতুর উভয় পাড়ে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ


মতলব সেতুর উভয় পাড়ে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গত ১৩ মে চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মতলব সেতুর উত্তর পাড়ে বাইশপুরের জনৈক শহিদ উল্লাহ ও মোঃ হানিফ প্রধান সরকারি জায়গার উপর অবৈধভাবে স্থাপনা ও দোকানপাট নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলো। মতলব সেতুর পাড়ে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় বাইশপুরের শরীফ নামে জনৈক ব্যক্তি পাকা টিনশেড ঘর ও দেয়াল নির্মাণ করে। তাদের এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সঙ্গে ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুভাশীষ ঘোষ, মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোর্শেদুল ইসলাম, মতলব পৌর ভূমি কর্মকর্তা মোঃ হাবিব উল্লাহ পাটওয়ারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম জানান, মতলব সেতুর উভয় পাশে সরকারি জায়গার উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মতলব সেতুর আশপাশে পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে এ ধরনের অবৈধ স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছিলো কিছু ব্যবসায়ী। জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।