• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া

প্রকাশ:  ১৪ মে ২০১৯, ১৩:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৩ মে সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম। সাধারণ সম্পাদক অ্যাডঃ শাহাদাত হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা জজ) বিচারক মাহমুদুল কবির, জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূরে আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, সিনিয়র আইনজীবী অ্যাডঃ রুহুল আমিন-১, সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ আহছান হাবিব, অ্যাডঃ লতিফ শেখ, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনজীবী, অতিথিসহ সাংবাদিকগণ।  

 

সর্বাধিক পঠিত