• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

অপ্রাপ্ত বয়স্ক তিন চালককে জরিমানা ॥ আটক স্কুটার মালিকদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা

প্রকাশ:  ০৯ মে ২০১৯, ১০:৫২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুরে অপ্রাপ্ত বয়স্ক তিন সিএনজি স্কুটার চালককে আটক ও ৩টি স্কুটার জব্দ করেছে  চাঁদপুর সদর সার্কেল অফিসের পুলিশ। গতকাল দুপুরে শহরের হকার্স মার্কেটের সামনে তিন অপ্রাপ্ত বয়স্ক চালক স্কুটার চালনার সময় তাদেরকে আটক করেন চাঁদপুর সদর সার্কেল অফিসের এলসি মোঃ আবদুল্লাহ্ আল নোমান (নাঈম)।
জানা যায়, পবিত্র রমজান মাসে চাঁদপুরবাসীর নিরাপদে চলাচল, শহরের যানজট নিরসন ও চাঁদপুরবাসী তথা বিভিন্ন স্থানের যাত্রীদের নিরাপদে যাতায়াতের প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহেদ পারভেজ চৌধুরীর নির্দেশে চাঁদপুর সদর সার্কেল অফিসের এলসি মোঃ আবদুল্লাহ্ আল নোমান (নাঈম) একক প্রচেষ্টায় শহরের হকার্স মার্কেটের মোল্লা হার্ডওয়ারের সামনে পৃথক অভিযান চালিয়ে বেপরোয়া গতিতে সিএনজি স্কুটার চালানোর সময় তিনজন অপ্রাপ্ত বয়স্ক চালককে ৩টি সিএনজি স্কুটারসহ আটক করেন।
আটক চালকরা ড্রাইভিং লাইন্সেস ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেনি। আটক এ তিন চালক হচ্ছে সবুজ সরকার, আকবর পাটওয়ারী ও ছাব্বির প্রধানীয়া। আটক চালকদের এলসি মোঃ আবদুল্লাহ্ আল নোমান চাঁদপুর সদর ট্রাফিক অফিসে হস্তান্তর করা হলে এদেরকে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় জরিমানা করে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত সিএনজি স্কুটার নং-থ-১১-৬১৫৫, থ-১১-৪১১৯, থ-১১-২০২৮-এর মালিকদের বিরুদ্ধে পৃথকভাবে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়।

 

 

সর্বাধিক পঠিত