• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

পালবাজারের অলিগলি ও ফুটপাতে উচ্ছেদ অভিযান

প্রকাশ:  ০৬ মে ২০১৯, ১৫:১৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর পৌরসভার মেয়র আলহাজ¦ মোঃ নাছির উদ্দিন আহম্মেদের নির্দেশনায় জনগণের নির্বিঘেœ চলাফেরার স্বার্থে এবং বাজারের সৌন্দর্য বজায় রাখার লক্ষ্যে গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের পালবাজারের সকল অলিগলি এবং প্রধান সড়কের পাশে ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় চাঁদপুর পৌরসভা। পৌরসভার স্বাস্থ্য বিভাগের সভাপতি ও পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াসের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।
উচ্ছেদ অভিযানের শুরুতে পালবাজার এলাকার মূলসড়কের পাশে ফুটপাত দখল করে থাকা নানা মালামাল উচ্ছেদ করা হয়। এরপর বাজারের ভেতরে অভিযান চালানো হয়। দেখা গেছে যে, বাজারের ভেতরে কাঁচামালের দোকানিরা একদিকে তাদের মালামাল রেখে গলিপথ দখল করে রেখেছে, আবার অপরদিকে দোকানের নির্ধারিত সীমানার বাইরে তারা আরো অতিরিক্ত বাড়িয়ে পুরো বাজারে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে রেখেছে। একইভাবে মুদি, মাছ, মাংস ও মুরগী ব্যবসায়ীরা বাজারের সকল অলিগলি দখল করে ব্যবসা করে আসছিলো। এ অবস্থায় ক্রেতাসাধারণসহ জনগণের চলাফেরায় বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়। এ নিয়ে ভুক্তভোগীদের দীর্ঘদিন ধরে অভিযোগ ও ক্ষোভ বিরাজ করছিলো। বিষয়টি পৌর মেয়র আলহাজ¦ মোঃ নাছির উদ্দিন আহমেদের দৃষ্টিগোচরে আসলে তিনি এ বিষয়ে পৌরসভার সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
সে মতে গতকাল রোববার পৌরসভার স্বাস্থ্য বিভাগের সভাপতি পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াসের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় পৌরসভার বাজার পরিদর্শক জায়েদুর রহমান জহির খান, বাজারের কর আদায়কারী শাহজাহান মাঝি, এমদাদুল হক মিলন মিজি প্রমুখ উপস্থিত ছিলেন। কাউন্সিলর ফরিদা ইলিয়াস জানান, তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

সর্বাধিক পঠিত