• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মেঘনা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০১৯, ০৮:৪৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর শহর রক্ষা বাঁধের মোলহেড এলাকায় অজ্ঞাত এ মরদেহ নৌকার সাথে বেঁধে রাখা ছিলো। পরে জেলেদের মাধ্যমে খবর পেয়ে নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করে।
স্থানীয় লোকজন জানায়, সকালে শহর রক্ষা বাঁধের মোলহেড এলাকায় মেঘনা নদীর প্রবেশ মুখে লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন  প্রথমে নৌ পুলিশকে খবর দেয়। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে মডেল থানায় নিয়ে আসে।
এসআই ফজলুর রহমান জানান, আমরা খবর পেলে বড় স্টেশন মোলহেড থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করি। লাশটি দেখে মনে হয়েছে কয়েকদিন ধরেই লাশটি নদীতে ভাসমান ছিলো। মুখে সাদা-পাকা দাড়ি দেখে মনে হচ্ছে বয়স ষাটোর্ধ্ব হবে।
চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন জানান, অজ্ঞাত ব্যক্তির লাশের বিষয়ে নৌ-পুলিশ চাঁদপুর মডেল থানাকে অবহিত করে। তবে এখনো পর্যন্ত কোনো নাম পরিচয় জানা যায়নি। লাশের ময়না তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশের কোনো পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমানে খাদেমুল ইনসানের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হবে।

 

সর্বাধিক পঠিত