• পরীক্ষামূলক সম্প্রচার
  • রোববার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

মতলব উত্তরে দু’পক্ষের মারামারিতে আহত জামালের মৃত্যু

প্রকাশ:  ২৫ এপ্রিল ২০১৯, ১১:৪৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

মতলব উত্তর উপজেলার হাজীপুর মোল্লাবাড়িতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট মারামারির সময় গুরুতর আহত জামাল হোসেন (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। গত সোমবার সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন মৃত কাসেম মোল্লার ছেলে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র আপন চাচাত-জেঠাত ভাই দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের কয়েকজন জন আহত হয়। ঘটনার সময় প্রতিপক্ষের লাঠি/ক্রিকেট খেলার স্ট্যাম্পের আঘাতে মাথায় ও শরীরে মারাত্মক জখমপ্রাপ্ত জামালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানে পৌঁছার পর চিকিৎসাকালে বেলা অনুমান ১২টার দিকে জামালের মৃত্যু হয়। মতলব উত্তর থানা জামালের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, শাহবাগ থানা পুলিশ ভিকটিমের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত ও ময়না তদন্তের ব্যবস্থা নিয়েছে। জামাল হোসেনের মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে পুলিশী অভিযান চলছে।

 

 

 

সর্বাধিক পঠিত