• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ

প্রকাশ:  ১১ এপ্রিল ২০১৯, ১৪:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখা কার্যকরী পরিষদের নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল বুধবার বিকেল ৩টায় আইনজীবী সহকারী সমিতির কার্যালয়ে শপথ বাক্য পাঠ করান সদ্য বিদায়ী সভাপতি শাহাজাহান পাঠান।
শপথ গ্রহণকারী নবনির্বাচিতরা হলেন : সভাপতি আলহাজ¦ মোঃ আক্তার হোসেন, সহ-সভাপতি এম আব্দুস সালাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মুন্সী, যুগ্ম সম্পাদক মোঃ শামছুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আবু সালেহ মিয়াজী, দপ্তর সম্পাদক মোঃ মজিব বেপারী, ক্রীড়া ও সাংষ্কৃতিক সম্পাদক আবু বকর সিদ্দিক, আপ্যায়ন সম্পাদক নুরুল ইসলাম গাজী, মহিলা সম্পাদিকা শরীয়তুন্নেছা শিল্পী, জেনারেল অডিটর পরেশ দাস, রানিং অডিটর মো. ইউসুফ, কার্যকরী সদস্য মোঃ মোজাম্মেল হক, নবির হোসেন, নাহিদ হাসান, নিয়ন্ত্রণ পরিষদ সভাপতি রহমত আলী রিপন, সম্পাদক মোঃ রতন বেপারী, সদস্য হাবিবুর রহমান আখন্দ, হাবিবুর রহমান ও শাহ্জামাল।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল বৃহস্পতিবার আইনজীবী সহকারী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওইদিন দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩শ’ ৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সর্বাধিক পঠিত