• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আল-আমিন একাডেমীর গভর্নিংবডির বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল

ডাঃ টিপু-দুলাল পাটওয়ারী কমিটির কার্যক্রমে কোনো বাধা নেই

প্রকাশ:  ১০ এপ্রিল ২০১৯, ১৫:২০
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর শহরের আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের পূর্বের গভর্নিংবডি (প্রফেসর আব্দুল্লাহ ও আহম্মদ উল্লাহ মিয়ার নেতৃত্বাধীন) বাতিল আদেশের বিষয়ে কুমিল্লা শিক্ষাবোর্ডের নির্দেশনার উপর হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল, সে স্থগিতাদেশ বাতিল করেছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত। গতকাল মঙ্গলবার চেম্বার জজ আদালতের বিচারক এ আদেশ দেন। একই সাথে এ রিট পিটিশনটি প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্যে পঠিয়ে দেন চেম্বার জজ।
গতকাল চেম্বার জজের এ আদেশের দ্বারা ডাঃ জে আর ওয়াদুদ টিপু (সভাপতি), আবু ন্ঈম পাটওয়ারী দুলাল অভিভাবক প্রতিনিধি (সদস্য), একাডেমীর অধ্যক্ষ সদস্য সচিব এবং নাছরীন পারভীন শিক্ষক প্রতিনিধি (সদস্য) নিয়ে এই চার সদস্যের এডহক কমিটি, যা গত ১৮ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা অনুমোদন দিয়েছে, সে কমিটির কার্যক্রমে আর কোনো বাধা রইল না।
উল্লেখ্য, আল-আমিন একাডেমীর নূতন গভর্নিংবডি অনুমোদনের আগে একাডেমীর পূর্বের কমিটি বাতিল করে কুমিল্লা শিক্ষা বোর্ড। এই বাতিল আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করেন বাতিলকৃত কমিটির সভাপতি প্রফেসর আব্দুল্লাহ । এ পিটিশনের আলোকে গত ২১ মার্চ বোর্ডের আদেশের উপর স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। সে স্থগিতাদেশ গতকাল বাতিল করে দেন চেম্বার জজ আদালত।

সর্বাধিক পঠিত