ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড
কচুয়ায় মাদকসেবী পুত্রের বিরুদ্ধে মায়ের অভিযোগ

কচুয়ায় কাউছার (৩০) নামের এক মাদকসেবী পুত্রের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের নিকট অভিযোগ করেছেন তার মা রহিমা বেগম। অভিযোগের প্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স সাথে নিয়ে কাউছারের কচুয়া উপজেলার রাগদৈল গ্রামের বাড়িতে গিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করে নিজ কার্যালয়ে নিয়ে আসেন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাউছারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
মা রহিমা বেগম জানান, মাদকাসক্ত কাউছার বিভিন্ন সময় মাদক সেবন করে তাকে ও তার পিতা রইস উদ্দিনকে বেদম মারধর করতো। কাউছারকে মাদকসেবন থেকে বিরত রাখার সকল চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার শরণাপন্ন হন।