কচুয়ার গোহট উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ভূমি সংক্রান্ত গণশুনানি
তথ্যপ্রযুক্তির আধুনিকায়নে মানুষ ভূমি সংক্রান্ত সর্বোচ্চ সেবা পাচ্ছে : অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন


চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জামাল হোসেন বলেছেন, বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন করতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে ভূমি সেক্টরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আধুনিকায়ন করেছে। ভূমি সংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং সর্বোচ্চ সেবা প্রদানের জন্যে আমরা গণসচেতনার লক্ষে কাজ করে যাচ্ছি। গত বৃহস্পতিবার দুপুরে কচুয়া উপজেলার রহিমানগর বাজারে অবস্থিত গোহট দক্ষিণ ও উত্তর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি জটিলতা নিরসনে ও সেবার মানোন্নয়ন সম্পর্কিত গণশুনানি এবং এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোহট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ আঃ হাই মুন্সী। ভূমি সংক্রান্ত জটিলতার বিষয়ে পরামর্শ চেয়ে বক্তব্য রাখেন স্থানীয় ছাত্রনেতা ব্যবসায়ী মোঃ সফিকুল ইসলাম চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
সভাপতির বক্তব্যে রুমন দে বলেন, দালালদের মাধ্যমে কেউ প্রতারিত হবেন না। ভূমির জটিলতা এবং যে কোনো পরামর্শ সরাসরি আমাদের সাথে আলোচনা করবেন। আমাদের সাধ্য অনুসারে পরামর্শ এবং সেবা প্রদানের চেষ্টা করবো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া এসিল্যান্ড অফিসের সার্ভেয়ার তানিয়া আক্তার, গোহট দক্ষিণ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবুল বাসার, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ার হোসেন, গোহট দক্ষিণ ইউপি প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম (খাজা) প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গোহট উত্তর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ ইমাম হোসেন।