• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ৪ এপ্রিল

মনোনয়নপত্র জমা দিয়েছে শাহআলম-শাহজাহান ও আক্তার-মনির প্যানেল

প্রকাশ:  ২৬ মার্চ ২০১৯, ১০:২৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন আগামী ৪ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ওইদিন বেলা ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
    নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ¦ অ্যাডঃ শেখ মোঃ জহিরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ অ্যাডঃ মোঃ শাহাদাত হোসেন। রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন জেলা আইনজীবী সমিতির চেয়ারম্যান রেজিস্ট্রার অথরিটি অ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম। সহকারী রিটার্নিং অফিসার সম্পাদক রেজিস্ট্রার অথরিটি অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে রয়েছেন রেজিস্ট্রার অথরিটি কমিটির সদস্য অ্যাডঃ মোঃ আল আমিন হোসেন (উজ্জ্বল), অ্যাডঃ বিশ^জিত কর রানা ও অ্যাডঃ মোঃ কামরুল ইসলাম।
    জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনের তফসিল অনুযায়ী ২৫ মার্চ সোমবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষদিন। এ দিন দুপুরে সহকারী নির্বাচন কমিশনার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ অ্যাডঃ মোঃ শাহাদাত হোসেনের কাছে দু’প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল করেন শাহআলম মজুমদার-শাহজাহান প্রধানীয়া-সামছুজ্জামান প্যানেল এবং আলহাজ¦ মোঃ আক্তার হোসেন- মনির হোসেন মুন্সি- আলী আকবর প্যানেল। মনোনয়নপত্র দাখিল উপলক্ষে সোমবার সকাল থেকেই আদালত প্রাঙ্গণে জেলার সকল সেরেস্তার মোহরানারা উপস্থিত ছিলেন।
    তফসিল অনুযায়ী আগামীকাল ২৭ মার্চ বুধবার দুপুর ২টায় মনোনয়নপত্র বাছাই, বিকেল ৩টায় আপত্তি দাখিল ও সাড়ে ৩টায় আপত্তি শুনানী হবে। ২৮ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে।  আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে মোট ভোটার হচ্ছে ৩শ’ ৮৫ জন। দু’প্যানেলে প্রার্থী সংখ্যা হচ্ছে ৪০ জন। এ নির্বাচনে একজন ভোটার তার পছন্দ অনুযায়ী ২০ জন প্রার্থীকে ভোট প্রদান করতে পারবেন।


 

 

সর্বাধিক পঠিত