হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর অর্থদন্ড


হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত তিন ব্যবসায়ীকে অর্থদ- দিয়েছে। একইদিন একই আদালত দুটি পেট্রোল পাম্পকে সতর্ক করে দেয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন এবং ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে মৎস্য ব্যবসায়ী শাহিন ও শাহজাহানকে ৫ হাজার টাকা করে দুজনকে নগদ ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার আইনে মোঃ জাকির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
একই আদালত একইদিন মনির ফিলিং স্টেশন ও হান্নান ফিলিং স্টেশনসহ বেশকিছু ব্যবসায়ীকে সতর্ক ও সচেতনতার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী।