• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

নিষিদ্ধ পলিথিন পরিবহনের দায়ে দু’ যুবকের কারাদন্ড

প্রকাশ:  ১৫ মার্চ ২০১৯, ০১:৩৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে পিকআপ ভ্যানে করে নিষিদ্ধ পলিথিন পরিবহনের সময় দু’ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পিকআপ ভ্যানে থাকা ৫শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে পুলিশ। গত বুধবার বিকেলে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে পুলিশ এ অভিযান চালায়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটক দুই যুবককে একবছর করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার এ রায় প্রদান করেন।
দ-প্রাপ্তরা হলো : আব্দুর রব বেপারীর ছেলে মাসুদ হোসেন ও তাজুল ইসলাম বেপারীর ছেলে সাজ্জাদ হোসেন। তাদের উভয়ের বাড়ি চাঁদপুর শহরের বড়স্টেশন এলাকায়।
পুলিশ জানায়, সদর উপজেলার বাবুরহাট এলাকা থেকে একটি পিকআপ ভ্যানভর্তি পলিথিনের চালান পুরাণবাজার এলাকার দিকে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পিকআপটি বঙ্গবন্ধু সড়ক অতিক্রম করার সময় পিকআপভর্তি পলিথিনসহ দুই যুবককে আটক করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার বলেন, পলিথিন পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ। প্রায় ৫শ’ কেজি নিষিদ্ধ পলিথিনসহ দুই জনকে আটক করে পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে একবছর করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। জব্দকৃত পলিথিন জেলা পরিবেশ অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে। এছাড়া পিকআপ ভ্যানটি চাঁদপুর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

 

সর্বাধিক পঠিত