চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর


চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
গতকাল রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় ফুলেল শুভেচ্ছার মাধ্যমে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডঃ কাজী হাবিবুর রহমান, পিপি অ্যাডঃ আমানউল্লাহ, নবনির্বাচিত সভাপতি অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ শাহাদাত হোসেন, বিদায়ী সভাপতি অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ হুমায়ন কবির, নির্বাচিত কমিটির সহ-সভাপতি অ্যাডঃ নওশেদ আহমেদ, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ মোরশেদ আলম তালুকদার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ এবিএম সানাউল্যা, সম্পাদক ফরমস্ অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী অ্যাডঃ মোহাম্মদ ফারুক খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ মোঃ খোরশেদ আলম শাওন, জেনারেল অডিটর অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া, রানিং অডিটর অ্যাডঃ মোঃ শাহজাহান আখন্দ, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ সাইফুল ইসলাম শাহিন, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ বিশ^জিৎ কর রানা, অ্যাডঃ মোঃ আল আমিন হোসেন ও অ্যাডঃ মোঃ কামরুল ইসলামসহ অন্যান্য আইনজীবী।