• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

কাল চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০১৯, ১১:৫৪
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

আগামীকাল ২৪ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০১৯। রাত পোহালেই নির্বাচন। তাই প্রার্থীদের এখন ঘুম হারাম। দু’প্যানেলে অংশ নেয়া প্রার্থীরা ভোটারদের বাড়ি-বাড়ি ও চেম্বারে গিয়ে নিজেদের এবং প্যানেলের প্রার্থীদের জন্যে ভোট চাচ্ছেন। গত ১৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার  সমিতির বর্তমান সভাপতি অ্যাডঃ আব্দুল লতিফ শেখ এবং রিটার্নিং অফিসার  বতর্মান সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুনের কাছে প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের ১৫জন করে ৩০জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। শুক্রবার পর্যন্ত মনোনয়ন প্রত্যাহরের শেষ সময় থাকলেও কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
    নির্বাচনে অংশ নেয়া প্যানেল দুটি হচ্ছে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (আওয়ামী লীগ) মনোনীত আলহাজ¦ শেখ মোঃ জহিরুল ইসলাম-মোঃ শাহাদাত হোসেন-মোঃ সানাউল্লাহ পরিষদ এবং  জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট (বিএনপি) মনোনীত পরিষদ হচ্ছে আলহাজ¦ ইব্রাহীম খলিল-এমরান হোসেন-মাসুদ প্রধানীয়া পরিষদ।
    সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আলহাজ¦ শেখ মোঃ জহিরুল ইসলাম-মোঃ শাহাদাত হোসেন-এবিএম সানাউল্লাহ পরিষদ) প্রার্থীরা হলেন : সভাপতি পদে অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ আলহাজ¦ মোঃ নওশেদ আহমেদ, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ মোরশেদ আলম তালুকদার বাবুল, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ শাহাদাত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ এবিএম সানাউল্যা, সম্পাদক ফরমস্ পদে অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ মোহাম্মদ ফারুক খান, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার  পদে অ্যাডঃ মোঃ খোরশেদ আলম শাওন, জেনারেল অডিটর পদে অ্যাডঃ মোঃ জসিম উদ্দিন প্রধানীয়া, রানিং অডিটর পদে অ্যাডঃ মোঃ শাহজাহান আখন্দ, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ সাইফুল ইসলাম শাহিন, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী এবং সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে  অ্যাডঃ বিশ^জিত কর রানা, অ্যাডঃ মোঃ আল আমিন হোসেন ও অ্যাডঃ মোঃ কামরুল ইসলাম।
    জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্ট মনোনীত (আলহাজ¦ ইব্রাহীম খলিল-এমরান হোসেন-মাসুদ প্রধানীয়া) প্রার্থীরা হলেন : সভাপতি পদে অ্যাডঃ মোঃ ইব্রাহিম খলিল, সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ সহিদুল হক খান, জুনিয়র সহ-সভাপতি পদে অ্যাডঃ মোঃ কামাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ  মোঃ এমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ  মাসুদ প্রধানীয়া, সম্পাদক ফরমস্ পদে অ্যাডঃ  মোহাম্মদ জসিম উদ্দিন সরকার, সম্পাদক লাইব্রেরী পদে অ্যাডঃ  কামাল হোসেন, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে অ্যাডঃ  মোঃ জাকির হোসেন পাটওয়ারী, জেনারেল অডিটর পদে অ্যাডঃ  মোহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, রানিং অডিটর পদে অ্যাডঃ  মোঃ কামাল হোসেন পাটওয়ারী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ মোঃ মাহাবুবুল আলম, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ  মোঃ আবুল হাসনাত বেপারী এবং সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে অ্যাডঃ  আবদুল কাদের খান, অ্যাডঃ মোঃ মোজাহেদুল ইসলাম ও  অ্যাডঃ মিসেস ফারজানা আক্তার।
    উল্লেখ্য, সমিতির ১৫টি পদের জন্যে জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় কাল ২৪ জানুয়ারি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সমিতির এবারের নির্বাচনে ভোটার সংখ্যা হচ্ছে ৩শ’। গত কদিন ধরে দেখা যাচ্ছে প্রার্থীরা ভোর হতে শুরু করে রাত পর্যন্ত ভোটারদের কাছে যাচ্ছেন। তবে এবার দু’প্যানেলেই নতুন মুখের সংখ্যা বেশি।


 

 

সর্বাধিক পঠিত