সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি প্রার্থী অ্যাডঃ শেখ জহির ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডঃ শাহাদাত


চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি বৃহস্পতিবার। এ নির্বাচনে বরাবরের মতো এবারো অংশ নেবে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু’প্যানেলের প্রার্থীরা। এবারের নির্বাচনে দু’প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কারা লড়বেন এ নিয়ে গত ক’দিন ধরে আদালত অঙ্গনে গুঞ্জন চলছে। অবশ্য গতকাল বুধবার দুপুরের পরে শোনা যায় আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলে সভাপতি পদে অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডঃ শাহাদাত হোসেনের নাম ঘোষণা করেন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।
এ বিষয়ে গতকাল এ দু’প্রার্থীর সাথে আলাপকালে তাঁরা বিষয়টি নিশ্চিত করেন। তাঁরা জানান, আমাদের প্যানেলের সবক’টি পদে প্রার্থী নির্বাচন করা হয়েছে। আজ আমাদের প্যানেলের সিনিয়র আইনজীবীদের নিয়ে আমরা নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র দাখিল করবো।