• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা ॥ ২৪ জানুয়ারি নির্বাচন

প্রকাশ:  ১৫ জানুয়ারি ২০১৯, ১১:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

 চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ আব্দুল লতিফ শেখ। সমিতির রিপোর্ট পেশ ও সভা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন।
    সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আলহাজ¦ অ্যাডঃ কাজী হাবিবুর রহমান, আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, পিপি অ্যাডঃ আমানউল্লাহ, অ্যাডঃ কামরুল ইসলাম, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ জাহাঙ্গীর আলম, অ্যাডঃ শহিদুল্লাহ কায়সার, অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, অ্যাডঃ মোবারক হোসেন, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ আহসান হাবিব, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ ইব্রাহীম খলিল, অ্যাডঃ আবুল কাশেম প্রমুখ।
    সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তারা তাঁদের বক্তব্য তুলে ধরেন। সমিতির সভাপতি অ্যাডঃ আব্দুল লতিফ শেখ জেলা আইনজীবী সমিতির ২০১৯ সালের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২৪ জানুয়ারি বৃহস্পতিবার এ সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলা আইনজীবী সমিতি ভবনের ২য় তলায় বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিল ১৭ জানুয়ারি দুপুর ২টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং মনোনয়নপত্র বাছাই, আপত্তি দাখিল ও আপত্তি শুনানি একইদিন বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহারের তারিখ ১৮ জানুয়ারি শুক্রবার বেলা ১২টা পর্যন্ত।
    এবারের নির্বাচনে জেলা আইনজীবী সমিতির ভোটার হচ্ছেন ৩শ’। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন সমিতির বর্তমান সভাপতি অ্যাডঃ আবদুল লতিফ শেখ। রিটার্নিং অফিসার হচ্ছেন সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডঃ আবদুল্লাহ আল মামুন। সহকারী নির্বাচন কমিশনার হচ্ছেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ আবদুল্লাহীল বাকী এবং জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ মোরশেদ আলম তালুকদার বাবুল।
    সভায় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডঃ আবদুল্লাহীল বাকী, জুনিয়র সহ-সভাপতি অ্যাডঃ মোঃ মোরশেদ আলম তালুকদার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মনির হোসেন, সম্পাদক ফরম্স অ্যাডঃ মোহাম্মদ নূরুল আমিন খান, সম্পাদক লাইব্রেরী অ্যাডঃ আবু সাঈদ, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার অ্যাডঃ মেরাজ আহমেদ সিদ্দিকী মাসুম, রার্নিং অডিটর অ্যাডঃ আবদুল মান্নান মিয়াজী, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোহাম্মদ কাইউম মোল্লা, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মোহাম্মদ ইয়াছিন আরাফাত ইকরাম, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি অ্যাডঃ মুহাম্মদ আতিকুর রহমান হাওলাদার, অ্যাডঃ কামাল হোসেন, অ্যাডঃ মোঃ ইমাম হোসেন।