চাঁদপুর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে নবীন আইনজীবীদের সংবর্ধনা
চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত নবীন আইনজীবীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে যোগদানকৃত প্রায় ৪০ জন নবীন আইনজীবীকে এ সংবর্ধনা দেয়া হয়।
জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অ্যাডঃ আহসান হাবিব ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু। সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা আইনজীবী সমিতির ২০১৯ সালের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত সম্ভাব্য সভাপতি প্রার্থী অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডঃ শাহাদাত হোসাইন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আলহাজ¦ অ্যাডঃ কাজী হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ আব্দুল লতিফ শেখ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ রুহুল আমিন-১, অ্যাডঃ কামরুল ইসলাম, অ্যাডঃ আবু তাহের পাটওয়ারী, অ্যাডঃ রুহুল আমিন সরকার ও অ্যাডঃ আমানউল্লাহ। অনুষ্ঠানে নবীন আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ, অ্যাডঃ হুমায়ন কবির সুমন প্রমুখ।
সিনিয়র আইনজীবীরা তাঁদের বক্তব্যে নবীনদের উদ্দেশ্যে বলেন, আপনারা সততা, মেধা, যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে কাজ করবেন এবং সবসময় সিনিয়রদের প্রতি সম্মান দেখিয়ে চলবেন। তাতে অবশ্যই একদিন আপনারাও যশ, খ্যাতি, সম্মান ও শ্রদ্ধা অর্জন করতে পারবেন। আপনারা কখনো কোনো কাজের জন্যে আমাদের সাহায্যের দরকার মনে করলে আমরা অবশ্যই আপনাদের পাশে আছি এবং থাকবো।
আলোচনার শুরুতে নবীন আইনজীবীদের পরিচয় করিয়ে দেয়া হয়। একই সাথে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে জেলা আইনজীবী সমিতিতে যোগদানকৃত সকল নবীন আইনজীবীকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে প্রত্যেককে গাউন পরিয়ে দিয়ে সিনিয়র আইনজীবীরা তাদেরকে বরণ করে নেন।
নবীন আইনজীবীরা হলেন : অ্যাডঃ মোঃ হুমায়ন কবির সুমন, অ্যাডঃ মোঃ আবুল হাসনাত, অ্যাডঃ মোঃ কবির হোসেন চৌধুরী, অ্যাডঃ সেলিনা বেগম, অ্যাডঃ জাহানারা বেগম, অ্যাডঃ বিশ্বজিৎ কর রানা, অ্যাডঃ মুহাম্মদ তাহজীবুল ইসলাম, অ্যাডঃ মোঃ হেলাল হোসেন, অ্যাডঃ রোকেয়া বেগম, অ্যাডঃ মোঃ ছরওয়ারুল ইসলাম দেওয়ান, অ্যাডঃ মোঃ আল-আমিন হোসেন, অ্যাডঃ মোঃ আজিজুল হক, অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী, অ্যাডঃ শাহনাজ আক্তার, অ্যাডঃ মোঃ কামাল হোসেন পাটওয়ারী, অ্যাডঃ মোঃ কামরুল ইসলাম, অ্যাডঃ প্রভাষ চন্দ্র সাহা, অ্যাডঃ মোহাম্মদ হোসেন, অ্যাডঃ সালমা আক্তার, অ্যাডঃ মোঃ মানছুর আহমেদ, অ্যাডঃ মোঃ কাইয়ুম হোসেন, অ্যাডঃ শ্যামল চন্দ্র, অ্যাডঃ মোঃ শাখাওয়াত হোসেন শেখ, অ্যাডঃ মোঃ শাহাদাৎ হোসাইন, অ্যাডঃ মোঃ আব্দুল কাদের খান, অ্যাডঃ মোঃ শাহাজাহান খান, অ্যাডঃ মোঃ মোজাহেদুল ইসলাম ছাদ্দাম, অ্যাডঃ মোঃ বেনী আমিন, অ্যাডঃ সাজেদা আক্তার, অ্যাডঃ পবিত্র লাল সরকার, অ্যাডঃ গনেশ চন্দ্র সরকার, অ্যাডঃ অর্নব দে, অ্যাডঃ ফারজানা আক্তার, অ্যাডঃ মোঃ মাহাবুবুল আলম, অ্যাডঃ ফারজানা আক্তার, অ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, অ্যাডঃ মোঃ নুরুল আমিন খান আকাশ, অ্যাডঃ মোঃ ওমর শরীফ, অ্যাডঃ মোহাম্মদ ফারুক হোসেন মিজি, অ্যাডঃ মোহাম্মদ ইব্রাহীম পাটওয়ারী, অ্যাডঃ মোঃ শিহাবুল আলম ও অ্যাডঃ মোসাম্মৎ রোকেয়া বেগম।