দুর্নীতি মামলায় মায়া চৌধুরী বেকসুর খালাস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮, ২১:৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
দুর্নীতির মামলায় বিশেষ আদালতের দেওয়া ১৩ বছরের সাজা বাতিল করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে খালাস দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতির কেএম হাফিজুল আলমের ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
এর আগে হাইকোর্ট তাকে খালাস দিয়েছিলো। ওই খালাসের বিরুদ্ধে আপিল করে দুদক। আপিল বিভাগ মেরিটের ভিত্তিতে পুনঃশুনানির আদেশ দেন। মায়ার আপিলের ওপর পুনঃশুনানি করে হাইকোর্ট আজ সোমবার এ রায় দেয়।
উল্লেখ্য, ২০০৭ সালের ১৩ জুন সূত্রাপুর থানায় আওয়ামী লীগ নেতা মায়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক।