• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশ:  ৩০ জুন ২০১৮, ১১:৩১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তিনজন বিচারপতির মধ্যে একজন বিচারপতিকে হাইকোর্টে নিয়োগ দেয়ায় নতুন করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শিগগিরই এ সংক্রান্ত আদেশ দেয়া হবে বলেও জানান মন্ত্রী। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘ট্রাইব্যুনালে তিনজন বিচারক ছিলেন। এর মধ্যে দু’জন হাইকোর্টের বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবু আহমেদ জমাদার। তাকে কিছুদিন আগে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। যার কারণে ট্রাইব্যুনাল পুনর্গঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয়।’ 

গত কয়েকদিন আগে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আগামী সোমবার এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেওয়া হবে। এরপর ট্রাইব্যুনাল বসবে বলেও জানান তিনি।