• পরীক্ষামূলক সম্প্রচার
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

তিন মাস পর বসলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

প্রকাশ:  ১২ অক্টোবর ২০১৭, ১২:৫৬
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

নতুন চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন মাস পর কাজ শুরু করলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে এজলাসে বসেন ট্রাইব্যুনাল। এর আগে বুধবার ট্রাইব্যুনাল ‍পুনর্গঠিত হয়।

ট্রাইব্যুনালের ডেপুটি রেজিস্ট্রার কেশব রায় বলেন, বুধবার ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার ভিত্তিতে আজ নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। ১৩ জুলাই তৎকালীন চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের মৃত্যুর পর ট্রাইব্যুনাল বসেনি।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা বিচারপতি মো. শাহিনুর ইসলামকে চেয়ারম্যান করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ট্রাইব্যুনালে নতুন সদস্য করা হয়েছে হাইকোর্টের বিচারপতি আমির হোসেন এবং পিআরএল এ থাকা জেলা ও দায়রা জজ মো. আবু আহমেদ জমাদারকে।