‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সঙ্গে ছুটির সম্পর্ক নেই’
প্রধান বিচারপতি এসকে সিনহার এক মাসের ছুটি চাওয়ার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সঙ্গে ছুটির সম্পর্ক নেই। সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, প্রধান বিচারপতির ছুটি চাওয়া নজিরবিহীন কোনো বিষয় নয়। তিনি ব্যক্তিগত কোনো কারণে হয়তো ছুটি চেয়ে থাকতে পারেন।
তিনি আরো জানান, মঙ্গলবার থেকে আপিল বিভাগে বসছেন না প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এর আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এক মাসের জন্য ছুটি চেয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন বলে সোমবার দুপুরে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সরকার ঘোষিত ছুটি এবং সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট খুলছে মঙ্গলবার। গত ২৭ আগস্ট থেকে দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর আদালত খোলার আগেই প্রধান বিচারপতি ছুটি চাইলেন।