• পরীক্ষামূলক সম্প্রচার
  • সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ে বই উৎসব

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০২৪, ১৩:১৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

গতকাল ১ জানুয়ারি সোমবার চাঁদপুর শহরের উদয়ন শিশু বিদ্যালয়ে হলো বই উৎসব। সকাল ৯টায় বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিশুদের সরকার কর্তৃক প্রদানকৃত বই বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদয়ন শিশু বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই সাবিনা ইয়াসমিনের উপস্থাপনায় মাওঃ মাহমুদুল হাসান কর্তৃক কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হলে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন নাহার।

এরপর এক এক করে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণি ও পঞ্চম শ্রেণীর প্রভাতী ও দিবা শাখার সকল ছাত্র ও ছাত্রীর মাঝে নতুন বই বিতরণ করা হয়। অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক গুলশান আরা, সাইদা আক্তার, মিলি আচার্যী, জান্নাতুল ফেরদৌস, সাবিনা ইয়াসমিন, সেলিনা জাহান, সোলায়মান হোসেন, চিত্রা ভঞ্জ, রওশন আরা, কুলছুমা আক্তার, ফাতেমা আক্তার, নাছরিন আক্তার, মোহাম্মদ হোসেন ও মাওঃ মাহমুদুল হাসান।