ধনাগোদা নদীর ভাঙ্গনের কবলে সিপাইকান্দি গ্রাম
মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীর ভাঙ্গনের কবলে সিপাইকান্দি গ্রাম। ৩ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে নদী ভাঙ্গন দেখা দেয়। সরজমিনে জানা যায়, ৩ আগস্ট মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের আলী আকবর মিজির বাড়িতে বিকেল চারটা থেকে শুরু করে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নদী ভাঙ্গন অব্যাহত থাকে। ভাঙ্গনে প্রায় দেড়শ’ ফুট নদী গর্ভে বিলীন হয়ে যায়। ২০২০-২০২১ সালে চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল আমিন রুহুল সিপাইকান্দি ও ঠেটালীয়া গ্রামের নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ দিয়ে রক্ষা করেন। দুবছর যেতে না যেতেই আবারও সিপাইকান্দি গ্রামের আলী আকবর মিজির বাড়িটি নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলীর প্রতিনিধিকে সরজমিন পরিদর্শনে পাঠান। এছাড়া মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সরজমিনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেয়া না হলে গ্রামটি রক্ষা করা কঠিন হবে। জরুরি ভিত্তিতে ভাঙ্গন এলাকা রক্ষা করার জন্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ মোঃ নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল জানান, খবর পেয়ে ভাঙ্গন স্থানে তার প্রতিনিধিকে পাঠিয়েছেন। ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।