• পরীক্ষামূলক সম্প্রচার
  • শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত

প্রকাশ:  ২৯ অক্টোবর ২০১৯, ১৭:২৩
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

২৮ অক্টোবর সোমবার গভীর রাতে চাঁদপুরের  ফরিদগঞ্জ উপজেলার আনন্দবাজার এলাকায় থানা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে এ সময় পুলিশ দেশীয় তৈরী পাইপগান, ৪ রাউন্ড কার্তুজ ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে। সংঘর্ষের সময় থানা পুলিশের ৩ সদস্য আহত হয়।  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।


থানা অফিসার ইনচার্জ আবদুর রকিব জানান, ১২/১৪ জনের একটি আন্তঃজেলা ডাকাত দল ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইকপাড়া ইউনিয়নের আনন্দ বাজার এলাকার চেরাগ আলী বাগানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সময় ওই এলাকার টহল পুলিশ বিষয়টি টের পেয়ে আমাকে জানালে আমি সেখানে উপস্থিত হই। পরে ফোর্স নিয়ে তাদের আটকের জন্য ঘিরে ফেললে তারা আমাদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যাওয়ার চেষ্ট করে। পুলিশ এই সময় অত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে। গুলির শব্দ শুনে আশ্বপাশের লোকজন বেরিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়। পরে, আমরা বাগানে তল্লাশি চালিয়ে অজ্ঞাত এক ডাকাত দলের সদস্যকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। এই সময় তার কাছে থেকে ১ একটি পাইপগান ৪ রাউন্ড কার্টুজ ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করি। আহত ডাকাত সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই সময় পুলিশের এএসআই  মনজুর আলম, কনস্টেবল দেলোয়ার হোসেন ও ইসমাঈল হোসেন আহত হয়।

সর্বাধিক পঠিত