মৈশাদী ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্টের ফাইনাল ও পুুরস্কার বিতরন।
প্রকাশ: ৩০ জুন ২০১৯, ১৩:২৬
স্টাফ রিপোর্টার।।

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্ট-২o১৯ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে। শনিবার ২৮ জুন বেলা ১২টায় হামানকদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায় দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়।
খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২ শূন্য গোলে হারিয়ে ৫৫নং সাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা ফজিলুতুন্নেচ্ছা মজিব ফুটবল টুনার্মেন্টে হামানকদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে ১ গোলে হারিয়ে উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন হামানকদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।সভাপতিত্বে ৫০নং মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত করের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৫৫নং সাহতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, আওয়ামী লীগ নেতা শফিকুুর রহমান খান, হামানকদ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল কৃষ্ণ ঘোষ, মৈশাদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদা বেগম, ৫৫নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দত্ত, উত্তর মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহবুদ্দিন, আলমগীর, ওয়ার্ড মেম্বার ফারুক সরকার, সেলিম বেপারী, মৈশাদী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, ছাত্রলীগের সভাপতি তারেক খান প্রমুখ। এ সময় উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহার বানু, সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার, হামানকদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবু আলম, দক্ষিন মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাছিনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবক, ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
ক্যাপশান:
চাঁদপুর মৈশাদী ইউনিয়নের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদলের মাঝে ট্রপি তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।