কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ


কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ১শ’ ৪০ জনের পরিবারের সদস্যদের মাঝে ঢেউটিন, চেক ও জিআর চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজের সভাপতিত্বে ও পিআইও আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ ও সাচার ইউপি চেয়ারম্যান ওসমান গণি মোল্লা। অনুষ্ঠানে পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ঢেউটিন, চেক ও জিআর-এর চাল বিতরণ করেন।