শাহরাস্তিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের পাঁয়তারা


শাহরাস্তিতে পৈত্রিক সম্পত্তির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের পাঁয়তারা সম্পর্কিত অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, টামটা উত্তর ইউনিয়নের বলশীদ দৈলবাড়ির ২৩নং বিএস খতিয়ানের ২৪৬ দাগের ২২ শতকের অন্দরে ৮ শতকের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ দিয়েছেন বলশীদ দৈলবাড়ির মৃত আবদুল করিমের পুত্র মাওঃ আবদুল ওয়াদুদ। তিনি এ ব্যাপারে ৫ জনকে অভিযুক্ত করে জেলা ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞার আবেদন করেছেন। তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তারা হলেন ১) মোশারেফ হোসেন (৪৩), পিতা-ছিদ্দিকুর রহমান, ২) আবদুল হোসেন (৫৫), পিতা : মৃত আবদুল আউয়াল, ৩) আলী আক্কাছ (৩৫), পিতা-মৃত ইদ্রিছ মিয়া, ৪) আবুল বাসার (৫৫), পিতা : মৃত জালাল উদ্দিন, ৫। মহিউদ্দিন (৩০), পিতা : মৃত আবদুল লতিফ, সর্বসাং- দৈলবাড়ি। এ ব্যাপারে বাদী আবদুল ওয়াদুদ জানান, আমার পৈত্রিক ২২ শতকের অন্দরে ৮ শতক জমির উপর দিয়ে (যা সম্পূর্ণ আমার নিজস্ব) রাস্তা নির্মাণ করার পাঁয়তারা চলছে। বিষয়টি সম্পর্কে টামটা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মৌখিকভাবে অবগত আছেন বলে তিনি দাবি করেছেন।