মতলব দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা


মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি এবং নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মবিন সুজন প্রধানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২২ জুন বেলা ১২টায় কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অডিট অফিসার এবং মাদ্রাসার নবনির্বাচিত সভাপতি এমএ কাইয়ুম কিরণ মজুমদার (বিএ অনার্স, এমএ, এমফিল)-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ সাখাওয়াত হোসেন প্রধান। মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর আলম মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন পাটোয়ারী, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি আবু সায়েম মাস্টার, সাধারণ সম্পাদক ও জয়যাত্রা টেলিভিশনের মতলব প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আবু বক্র সরকার, মোঃ নবীর হোসেন, নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাউছার আলম পান্না। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা আসাদুজ্জামান আসাদ। সংবর্ধিত অতিথি মবিন সুজন প্রধান অফিসিয়াল কাজে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় তার পক্ষে সংবর্ধনা ক্রেস্ট গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাখাওয়াত হোসেন প্রধান।