সরকারি সফরে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া গেছেন ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিল্লাল


১০ দিনের সরকারি সফরে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া গেছেন চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
তিনি গত ১৭ জুন সোমবার রাত ২টায় থাই এয়ারওয়েজযোগে ভিয়েতনামের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘দক্ষ ও দায়বদ্ধ স্থানীয় সরকার’ প্রকল্পের অধীনে ইউএনডিপির সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে বিদেশী প্রশিক্ষণ ও স্টাডি ট্যুর প্রোগ্রামে তিনি ১০ দিনের সফরে এশিয়ার দুটি দেশে গেছেন।
উল্লেখ্য, সরকার প্রশিক্ষণ ও স্টাডি ট্যুর প্রোগ্রামে সারাদেশ থেকে ৩ জন জনপ্রতিনিধিকে (ইউপি চেয়ারম্যান) এ প্রকল্পের জন্যে নির্ধারণ করেছেন।
ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল ইউনিয়নবাসী ও চাঁদপুর জেলাবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন।