• পরীক্ষামূলক সম্প্রচার
  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

চাঁদপুরে ইফার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ

প্রকাশ:  ২৪ মার্চ ২০১৯, ১৩:১১
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২২ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ইফার জেলা কার্যালয়ের এ অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়। এরপূর্বে ইফার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ইফার কার্যালয় সম্মুখ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফার ফিল্ড অফিসার মোঃ আলী আজগর। বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামছুদ্দিন ও উচ্চমান সহকারী ইউনুস সর্দার। মিলাদ-কিয়াম পরিচালনা করেন তরপুরচ-ী শাহী জামে মসজিদের খতিব মাওঃ মোঃ শাহাদাত হোসাইন। দোয়া মোনাজাত করেন প্রফেসর পাড়া বাইতুল আমান জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুল হাসান। উপস্থিত ছিলেন ইফার ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার চাঁদপুর সদর আব্দুল হান্নান, সাধারণ কেয়ারটেকার গোলাম মোস্তফা, মাহবুব আলম, কবির আহম্মেদসহ ইফার মউশিকের শিক্ষক, মসজিদের ইমামগণ।
আলোচনা সভায় বক্তরা বলেন, ইসলামিক ফাউন্ডেশন ১৯৭৫ সালের ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠা করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই ফাউন্ডেশনের ছায়াতলে আমরা ধর্মীয় শিক্ষার প্রসার ঘটাতে পারছি। ইফার সবাই ধর্মীয় শিক্ষা প্রসারে খুব আন্তরিকতার সাথে কাজ করছেন।
বক্তারা আরো বলেন, এ প্রতিষ্ঠানের কার্যক্রম এখন এগিয়ে নিচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। ছোটবেলা থেকেই যাতে শিশুরা প্রকৃত ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারে, সেজন্যে সরকার বছরে শিশুদের মাঝে প্রায় সাড়ে ৪ লাখ পবিত্র কোরআন শরীফ বিভিন্নভাবে বিতরণ করছে।

 

সর্বাধিক পঠিত