• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

ফরিদগঞ্জে এবার একুশে বইমেলা হচ্ছে

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪২
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

ফরিদগঞ্জ উপজেলার লেখক, সাহিত্যপ্রেমী ও পাঠকদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে। আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে ৫ দিনব্যাপী ফরিদগঞ্জে অমর একুশে বইমেলা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজের ব্যক্তিগত উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেশ ক’জন সংবাদকর্মী ও পুস্তক বিক্রেতা সমিতির সহযোগিতায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ বইমেলার আয়োজন হচ্ছে। ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন আনুষ্ঠানিকভাবে এর সমাপ্তি হবে।
গত ১১ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ফরিদগঞ্জে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জানানো হয়, মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। মেলাকে আকর্ষণীয় করতে এবং সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের উদ্বুব্ধ করতে মেলা প্রাঙ্গণে প্রতিদিন সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। মেলাকে সাফল্যম-িত করতে সহকারী কমিশনার (ভূমি) মমতা আফরিনকে আহ্বায়ক করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী আফরোজ জানান, বইমেলা বাঙালির প্রাণের মেলা। আমাদের মধ্যে অনেকেই বইয়ের তৃষ্ণা মেটাতে ঢাকার একুশে বইমেলায় ছুটে যান। কিন্তু এটি সকলের পক্ষে সম্ভব হয় না। তাই স্বল্প পরিসরে উপজেলা সদরে যদি একটি বইমেলার আয়োজন করা হয়, তবে গ্রামে ছড়িয়ে থাকা নতুন লেখক, সাহিত্যপ্রেমী, পাঠক এবং সর্বোপরি শিক্ষার্থীরা উপকৃত হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ফরিদগঞ্জে বইমেলার আয়োজন।