• পরীক্ষামূলক সম্প্রচার
  • মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২
  • ||
  • আর্কাইভ

আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসার মাহফিল ও পুরস্কার বিতরণ

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৩৫
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট

চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ৩টা থেকে গভীর রাত পর্যন্ত উত্তর বিষ্ণুদী জিটি রোডস্থ আল-আমিন জামে মসজিদ ঈদগাহ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে অতিথিবৃন্দের কাছ থেকে ৩০ জন ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীর পুরস্কার গ্রহণ করেন অভিভাবকবৃন্দ।
    সভাপ্রধানের বক্তব্যে চাঁদপুর জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার বলেন, দেশের জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষা অত্যন্ত অপরিহার্য। দেশের প্রায় ১ কোটির বেশি শিক্ষার্থী  মাদ্রাসায় লেখাপড়া করে। এর মধ্যে নারীরাও আছে। আর যে মেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করছে, ভবিষ্যতে তারা অন্যান্য পেশা ছাড়াও প্রতিটি ঘরকে একেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে। কেননা মা তার সন্তানের প্রথম শিক্ষক। একজন শিক্ষিত মা একটি শিক্ষিত পরিবার উপহার দিতে পারে। তিনি মাদ্রাসা শিক্ষা, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দক্ষ ও সৎ প্রজন্ম তৈরিতে অবদান রাখতে সকলকে তিনি আহ্বান জানান।
    মাহফিলে ওয়াজ করেন মাওঃ আফছার উদ্দিন মোহেব্বী (ঢাকা), মাওঃ মোঃ আবু সুফিয়ান (হাজীগঞ্জ), আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসার সুপার মুফতি মোঃ জিয়াউদ্দিন খন্দকার, আখন্দ বাড়ি বাইতুল আমিন জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ জাহাঙ্গীর হোসাইন, আল-আমিন জামে মসজিদের খতিব মাওঃ আলী আহমদ, দারুচ্ছুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত মোহতামিম হাফেজ মাওঃ মোঃ দ্বীন ইসলামখ প্রমুখ। প্রধান বক্তা মাওঃ আবু সুফিয়ান হাজীগঞ্জ।
    পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের চাঁদপুর সদর ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ শামসুদ্দিন, জাতীয় ইমাম সমিতি চাঁদপুরের সাধারণ সম্পাদক মাওঃ আব্দুস সালাম, পৌর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মালেক বেপারী, আল-আমিন জামে মসজিদের সহ-সভাপতি মোঃ হারুন অর রশিদ পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মোঃ মুখলেছুর রহমান তালুকদার।
    মাদ্রাসার পরিচালক মাওঃ মোঃ আবদুর রহমান গাজীর পরিচালনায় উপস্থিত ছিলেন আনন্দবাজার জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল হান্নান, মোহাম্মদীয়া জামে মসজিদের ইমাম মাওঃ আঃ মান্নান, মাওঃ আল আমিন, বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব মাওঃ আব্দুল কাদের, আল-আমিন জামে মসজিদের সহ-সভাপতি মোঃ বারেক আখন্দ, মোঃ জাকির আখন্দ, পৌর ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আবদুর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ নূরে আলম আখন্দ ও যুব লীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ পাটওয়ারী, পুরাতন বাসস্যান্ড পৌর মার্কেট মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক মিয়াজী, কমিউনিটি পুলিশিং জিটি রোড মহল্লার সহ-সভাপতি মোঃ শাহ্ আলম, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম আখন্দ, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, নবসৃষ্টি বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুস শুক্কুর মোল্লা টিটু, এডভেঞ্চার বয়েজের সভাপতি জিএম জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক জিএম রাকিব হোসাইন, সাংবাদিক জিএম ইমাম হোসাইন ও মোঃ মাঈনুল হাসান, পৌর ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান আখন্দ সজিব, মোঃ রুহুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মাহফিলে মিলাদ-কিয়াম করেন জেলা ছাত্র হিযবুল্লাহর যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ মিজানুর রহমান। নাতে রাসূল (সাঃ) পরিবেশন করেন জুলফিকার হামদ-নাত ও গজল পরিবেশক দলের হাইমচর শাখার সভাপতি মোঃ আলী হোসাইন, চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার ছাত্র মহিববুর রহমান মহিব্বুলাহ, মোঃ নেছার উদ্দিন ও মোঃ তালহা, মোঃ শাকিল। আখেরী মোনাজাত করেন অনুষ্ঠানের সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। পরে উপস্থিত সকলের মাঝে তবাররুক বিতরণ করা হয়।